(ক)এ ট্রেডলাইসেন্সে লিপিবদ্ধ ঠিকানার নামকরণ, দখলস্বত্ব, ভাড়াটিয়াস্বত্ব, বা ঐ ধরনের কোন স্বত্ব প্রমাণের জন্য ট্রেডলাইসেন্স ব্যবহার করা যাবে না কিংবা লাইসেন্স প্রাপ্তির ফলে ব্যবহৃত ঠিকানার কোন স্বত্ব বা স্বার্থ প্রমাণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।
|
(খ)কোন তথ্য গোপন করলে বা তঞ্চকতা প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে ট্রেডলাইসেন্সটি বাতিল বলে গণ্য হবে।
|
(গ) ট্রেডলাইসেন্সটি কোন ক্রমেই হস্তান্তর যোগ্য নয়। তবে মালিকানা বদল অথবা একই অঞ্চলে ব্যবসার স্থান পরিবর্তন হলে ব্যবসায়ীকে সংশ্লিষ্ট কর
|
(ঘ) যথাযত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ট্রেডলাইসেন্স বইয়ের কোন পরিবর্তন, পরিবর্ধন বা ব্যবসার ধরণ বদলানো যাবে না।
|
(ঙ) লাইসেন্সধারীর নিজের বা জনস্বাস্থ্যের বিপজ্জনক, আপত্তিকর, জনউপদ্রব বা জনগণের জীবন, স্বাস্থ্য বা সম্পদের জন্য ক্ষতিকর কোনপ্রকার ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে না এবং ব্যবসার দ্বারা প্রতিবেশী/পথচারী বা অন্য যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা/বাধার সৃষ্টি করতে পারবে না।
|
(চ) যে পেশা, ব্যবসা বা বৃত্তির জন্য লাইসেন্স ইস্যু করা হয়েছে সে পেশা, ব্যবসা বা বৃত্তি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অত্র লাইসেন্সটি ব্যবহার করা যাবে না।
|
(ছ) লাইসেন্সধারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
|
(জ) লাইসেন্সধারী লাইসেন্সটি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় সংরক্ষণ করবেন, যাতে করে অত্র কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী যে কোন সময় পরিদর্শনকালে তাৎক্ষণিক দেখতে পায়।
|
(ঝ) লাইসেন্সটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে তাৎক্ষণিক ভাবে নিকটস্থ থানায় ডায়েরী করে ডায়েরীর অনুলিপিসহ পুনরায় ট্রেডলাইসেন্স প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট করকর্মকর্তার নিকট আবেদন করতে হবে।
|
(ঞ) লাইসেন্সধারী কর্তৃপক্ষের যে কোন আদেশ মানতে বাধ্য থাকবেন।
|
(ট) লাইসেন্সধারী লাইসেন্স নবায়নকালে হালমাসের ভাড়ার রশিদের ফটোকপি সংযুক্ত করবেন। লাইসেন্স এর মেয়াদ শেষ হবার পর হাল সনের ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে চলতি বছরের ট্রেডলাইসেন্স সারচার্জ ছাড়া নবায়ন করা যাবে।
|
(ঠ) লাইসেন্সধারীকে ব্যবসা বন্ধ করার সাথে সাথে লাইসেন্সটি করকর্মকর্তা,বিবিধ আদায় শাখা দপ্তরে জমা করতে হবে। অন্যথায় লাইসেন্সধারী কর্পোরেশনের পাওনা পরিশোধে বাধ্য থাকবেন।
|
(ড) ট্রেডলাইসেন্স নবায়ন ব্যতীত কোন ব্যক্তি/প্রতিষ্ঠান অত্র সিটি কর্পোরেশন এলাকায় ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটিকর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার অধীন পঞ্চমত ফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে মামলা দায়ের করা হবে।
|
(ঢ) ক্রেতাসাধারণের জন্য ব্যবসা-বান্ধব ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার নিমিত্ত দোকানে একটি ওয়েস্ট বিন রাখতে হবে। সারাদিনের ময়লা-আবর্জনা ওয়েস্ট বিনে জমা রেখে দোকান বন্ধ করার পূর্বে দোকান পরিষ্কার করে ওয়েস্ট বিনে রাখা ময়লা-আবর্জনাসহ সকল ময়লা-আবর্জনা নিকটস্থ কন্টেইনার/এসটিএস এ ফেলতে হবে।
|
(ণ) ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করণের প্রমাণ পাওয়া গেলে ট্রেডলাইসেন্স বাতিল করা হবে।
|
(ত) মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিটপিটিশনে ১৬৯৬/২০১৪ নং এ প্রদত্ত আদেশ অনুযায়ী সাইনবোর্ড/নামফলক বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক।
|
(থ) ট্রেডলাইসেন্স এ প্রদেয়সাইনবোর্ড (পরিচিতিমূলক) করের অধিক পরিমাণের সাইনবোর্ড/নামফলক ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। পরিচিতি মূলক সাইনবোর্ডের অতিরিক্ত সাইনবোর্ড প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আদর্শকর তফসিল, ২০১৬ এর ২৯৮ (২) ধারা অনুযায়ী সপ সাইন ফি পরিশোধ করতে হবে।
|
(দ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নবায়নের সময় আবশ্যিকভাবে হাল নাগাদ ব্যালেন্সসীট দাখিল করতে হবে।
|
(ধ) উপরোক্ত যে কোন শর্ত ভঙ্গের দায়ে ট্রেডলাইসেন্স বাতিল বলে গণ্য হবে।
|
(ন) কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ট্রেডলাইসেন্স সাময়িকভাবে স্থগিত, প্রত্যাহার কিংবা বাতিল করার সর্বময় ক্ষমতা কর্পোরেশনের নিকট সংরক্ষিত থাকবে।
|
|
ধন্যবাদ
|