স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৮৪- তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রণীত আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০ অনুচ্ছেদ অনুযায়ী ব্যবসা, বৃত্তি, পেশা বা শিল্প প্রতিষ্ঠানের উপর আরোপিত কর আদায়ের লক্ষ্যে নিন্মে বর্ণিত ব্যক্তি/ প্রতিষ্ঠানের আনুকূলে অত্র ট্রেড লাইসেন্সটি ইস্যু করা হলো।
১।   ব্যবসা প্রতিষ্ঠানের নাম : সেইফ ওয়াটার সলুউশন
২।   ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম : মোঃ ইকরামুল হক
৩।   পিতা / স্বামীর নাম : মোঃ দেলোয়ার হোসেন
৪।   মাতার নাম : জাহানারা বেগম
৫।   ব্যবসার প্রকৃতি  : অন্যান্য - একক
৬।   ব্যবসার ধরণ : সরবরাহকারী (অফিস)
৭।   ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা : ৩১৭ (১ম তলা), পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা- ১২১৫
৮।   অঞ্চল/ডিএনসিসি'র নিজস্ব মার্কেট : ৩ মহাখালী ওয়ার্ড : 25
             
             
৯।   এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন নং : ১৯৯৪২৬৯৯২২৫০০০১৩৫ টিআইএন/বিআইএন নং :
    মোবাইল নম্বর   : ০১৮৪১৬৬৮৬১৪ ই-মেইল : Safewatersolutionbd@gmail.com
             
১০।   অর্থ বছর : 2023-2024 [নবায়নকৃত] ব্যবসা শুরুর তারিখ : 03/04/2019
১১।   মালিকের বর্তমান ঠিকানা
    মালিকের স্থায়ী ঠিকানা    
    হোল্ডিং নং : ৩১৭ (১ম তলা) হোল্ডিং নং :
    রোড নং : রোড নং :
    গ্রাম / মহল্লা : পূর্ব নাখালপাড়া গ্রাম / মহল্লা : দেবিদ্ধার
    পোস্ট কোড : ১২১৫ পোস্ট কোড : দেবিদ্ধার
    থানা : তেজগাঁও থানা : দেবিদ্ধার
    জেলা : ঢাকা জেলা : কুমিল্লা
    বিভাগ : ঢাকা বিভাগ :
১২। আদর্শ কর তফসিল, ২০১৬ এর ক্রমিক নং :        
১৩।   ট্রেড লাইসেন্স ফি( নতুন/নবায়ন)        
  লাইসেন্স/নবায়ন ফি : 2000 সাইনবোর্ড কর (পরিচিতিমূলক) : 480
    সারচার্জ : 0 ভ্যাট : 372
    আয়কর / উৎসেকর : 3000 বই মূল্য : 270
  বকেয়া () : 0 ফর্ম ফি : 0.00
    সংশোধনী ফি : 0.00 অন্যান্য ফি : 500.00
      সর্বমোট : 6622.00
             
             
অত্র ট্রেড লাইসেন্স এর মেয়াদ ৩০ শে জুন, 2024 পর্যন্ত
             
             
লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার কর কর্মকর্তা

শর্তাবলী

ফরম – ও

[The Municipal Corporations (Taxation) Rules 1986 এর42-48 বিধিমতে ]

(ক)এ ট্রেডলাইসেন্সে লিপিবদ্ধ ঠিকানার নামকরণ, দখলস্বত্ব, ভাড়াটিয়াস্বত্ব, বা ঐ ধরনের কোন স্বত্ব প্রমাণের জন্য ট্রেডলাইসেন্স ব্যবহার করা যাবে না কিংবা লাইসেন্স প্রাপ্তির ফলে ব্যবহৃত ঠিকানার কোন স্বত্ব বা স্বার্থ প্রমাণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।
(খ)কোন তথ্য গোপন করলে বা তঞ্চকতা প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে ট্রেডলাইসেন্সটি বাতিল বলে গণ্য হবে।
(গ) ট্রেডলাইসেন্সটি কোন ক্রমেই হস্তান্তর যোগ্য নয়। তবে মালিকানা বদল অথবা একই অঞ্চলে ব্যবসার স্থান পরিবর্তন হলে ব্যবসায়ীকে সংশ্লিষ্ট কর
(ঘ) যথাযত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ট্রেডলাইসেন্স বইয়ের কোন পরিবর্তন, পরিবর্ধন বা ব্যবসার ধরণ বদলানো যাবে না।
(ঙ) লাইসেন্সধারীর নিজের বা জনস্বাস্থ্যের বিপজ্জনক, আপত্তিকর, জনউপদ্রব বা জনগণের জীবন, স্বাস্থ্য বা সম্পদের জন্য ক্ষতিকর কোনপ্রকার ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে না এবং ব্যবসার দ্বারা প্রতিবেশী/পথচারী বা অন্য যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা/বাধার সৃষ্টি করতে পারবে না।
(চ) যে পেশা, ব্যবসা বা বৃত্তির জন্য লাইসেন্স ইস্যু করা হয়েছে সে পেশা, ব্যবসা বা বৃত্তি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অত্র লাইসেন্সটি ব্যবহার করা যাবে না।
(ছ) লাইসেন্সধারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
(জ) লাইসেন্সধারী লাইসেন্সটি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় সংরক্ষণ করবেন, যাতে করে অত্র কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী যে কোন সময় পরিদর্শনকালে তাৎক্ষণিক দেখতে পায়।
(ঝ) লাইসেন্সটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে তাৎক্ষণিক ভাবে নিকটস্থ থানায় ডায়েরী করে ডায়েরীর অনুলিপিসহ পুনরায় ট্রেডলাইসেন্স প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট করকর্মকর্তার নিকট আবেদন করতে হবে।
(ঞ) লাইসেন্সধারী কর্তৃপক্ষের যে কোন আদেশ মানতে বাধ্য থাকবেন।
(ট) লাইসেন্সধারী লাইসেন্স নবায়নকালে হালমাসের ভাড়ার রশিদের ফটোকপি সংযুক্ত করবেন। লাইসেন্স এর মেয়াদ শেষ হবার পর হাল সনের ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে চলতি বছরের ট্রেডলাইসেন্স সারচার্জ ছাড়া নবায়ন করা যাবে।
(ঠ) লাইসেন্সধারীকে ব্যবসা বন্ধ করার সাথে সাথে লাইসেন্সটি করকর্মকর্তা,বিবিধ আদায় শাখা দপ্তরে জমা করতে হবে। অন্যথায় লাইসেন্সধারী কর্পোরেশনের পাওনা পরিশোধে বাধ্য থাকবেন।
(ড) ট্রেডলাইসেন্স নবায়ন ব্যতীত কোন ব্যক্তি/প্রতিষ্ঠান অত্র সিটি কর্পোরেশন এলাকায় ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটিকর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার অধীন পঞ্চমত ফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে মামলা দায়ের করা হবে।
(ঢ) ক্রেতাসাধারণের জন্য ব্যবসা-বান্ধব ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার নিমিত্ত দোকানে একটি ওয়েস্ট বিন রাখতে হবে। সারাদিনের ময়লা-আবর্জনা ওয়েস্ট বিনে জমা রেখে দোকান বন্ধ করার পূর্বে দোকান পরিষ্কার করে ওয়েস্ট বিনে রাখা ময়লা-আবর্জনাসহ সকল ময়লা-আবর্জনা নিকটস্থ কন্টেইনার/এসটিএস এ ফেলতে হবে।
(ণ) ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করণের প্রমাণ পাওয়া গেলে ট্রেডলাইসেন্স বাতিল করা হবে।
(ত) মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিটপিটিশনে ১৬৯৬/২০১৪ নং এ প্রদত্ত আদেশ অনুযায়ী সাইনবোর্ড/নামফলক বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক।
(থ) ট্রেডলাইসেন্স এ প্রদেয়সাইনবোর্ড (পরিচিতিমূলক) করের অধিক পরিমাণের সাইনবোর্ড/নামফলক ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। পরিচিতি মূলক সাইনবোর্ডের অতিরিক্ত সাইনবোর্ড প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আদর্শকর তফসিল, ২০১৬ এর ২৯৮ (২) ধারা অনুযায়ী সপ সাইন ফি পরিশোধ করতে হবে।
(দ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নবায়নের সময় আবশ্যিকভাবে হাল নাগাদ ব্যালেন্সসীট দাখিল করতে হবে।
(ধ) উপরোক্ত যে কোন শর্ত ভঙ্গের দায়ে ট্রেডলাইসেন্স বাতিল বলে গণ্য হবে।
(ন) কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ট্রেডলাইসেন্স সাময়িকভাবে স্থগিত, প্রত্যাহার কিংবা বাতিল করার সর্বময় ক্ষমতা কর্পোরেশনের নিকট সংরক্ষিত থাকবে।
ধন্যবাদ